বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

সবুজাভ অন্ধকারে মাধবী /শাহরিয়ার সোহেল



বহুদিন পর তুমি এলে
হঠাৎ করে আকাশ ভেঙে পড়া বৃষ্টির মতো
অনেকক্ষণ ঘুরে বেড়ালাম প্রজাপতির মতো
এক ফুল থেকে অন্য সব বাহারী ফুলে
দিগন্তজোড়া আমাদের দীর্ঘশ্বাস
মুক্তির কিছুটা বারতা

সামাজিক শৃঙ্খল ভেঙে
দূরে কোথাও সবুজাভ অন্ধকারে
আমাদের আনন্দিত সম্মিলন
সবুজ ঘাস আর থোকা থোকা রঙিন ফুল
পথের ধারে আমাদের জানালো সম্ভাষণ
ভেসে ভেসে এরপর বহুদূর

আমরা হাঁটছি বাতাসে পা রেখে
কোন পিছুটান নেই
দু’চোখ ভরা কেবলই সোনালি স্বপ্ন
কিছুক্ষন শুধু কিছুটা সময়

এরপর তথাকথিত জীবনের জয়গান
সবুজাভ অন্ধকার ভেদ করে
মাধবী-তুমি চলে যাচ্ছ
মরীচিকাময় দূরের কোন আলোর প্রান্তে
সে তো আলো নয় গভীর আলেয়া
মাধবী-ফিরে এসো
রবীন্দ্রনাথের রাজা নাটকের
আমি সেই একচ্ছত্র মহান রাজা
রক্তকরবী হাতে নিয়ে আমার সমুখে

তুমি কি দাঁড়াবে না কখনো?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.