বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

সবুজ ভালবাসা / মুনা চৌধুরী


চেপে যায় অস্হিরতা,অন্তরালে ঝড়ো হাওয়া।
দু'হাতের শাখা পলায় বিকট শব্দ! মুক্তি নয়, স্বাধীনতা চায়।
সাঁঝের বেলায় ঝিঁঝিঁ পোকা ডাকে,দু'জনে একসাথে কাঁদে।
জানালার পাশে বসে, পানের বাটা হাতে,
লাল ঠোঁট জোড়া কাঁপে, নোনাজলে হাসে।
মেলাতে পারেনা তাঁর সাথে অন্যের বুলি।
এতো ফাড়াক! কেউ বলে অপ্সরি,রুপেগুণে মায়াবতী।
প্রিয় শুনে হেসে মরে,বাঁকা চাঁদ ঠোঁটের কোণে।
মুখগহ্বরের চাকা কচাৎ কচাৎ শব্দ তুলে,ভেতরটা নয় বাহিরটা দেখে।
আড়াল হয়ে আয়না হাতে কেঁচোর মতো বসে থাকে।
তাঁর হাসি দু'কানেতে ঝনঝনিয়ে বাজে।
হঠাৎ স্নিগ্ধ বাতাসে,পানপাতা আর তামাকপাতার সুবাসে,
নীলগুলো পাতা হয়ে ঝাউবনে ওড়ে।
টুকরোটুকরো হয়ে যাওয়া আকাশে, নিরীহ কালো মেঘ, 
চাতক পাখির মতো সবুজ ভালবাসা খোঁজে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.