বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

অদ্ভুত আঁধার / শাহরিয়ার সোহেল


মৃত্যু পথ যাত্রী দেখতে
বেশ ভালো লাগে
যেভাবে দেখি
আমার এক ছোট ভাইকে
ক্রমাগত তার রক্ত নষ্ট হয়ে যাচ্ছে
ডাক্তার বলেছে লিউকোমিয়া

সে মরে যাচ্ছে
তার জন্য খোঁড়া হচ্ছে গহীণ কবর
হাসপাতালের শয্যায় আমার হাতে হাত রেখে
সে খুশীতে আত্মহারা
ভাইয়া এসেছে ভাইয়া…
হলুদ বর্ণের চক্ষু আলুথালু শরীর
বিছানায় নিস্তেজ গতিহীন
শুধু বিবর্ণ এক হাসিমাখা মুখ
মরে যাচ্ছে সে ডুকরে ডুকরে
একটু একটু করে হারিয়ে যাচ্ছে…

মাথার ভেতরে পশলা পশলা ঘূণ ঝরে পড়ে
ভেঙে পড়ছে আকাশ বিশ্বজগৎ
মনে হয় যেন হারিয়ে যাচ্ছি নিজেই
সুদূর মেঘের পর মেঘ
কাশফুল তৃণগুচ্ছ ফ্যাকাশে আকাশ

তবু হারাইনি আমি অদ্যবধি
রুটিনমাফিক মিলিত হই শয্যায়
নারীর উদ্যমিত বুক শিহরণ তোলে ধমনীতে
কুঁকড়ে উঠি হারিয়ে যাই নারী থেকে প্রকৃতিতে
ক্ষুধা তৃষ্ণা কাম কিছুই কমেনি আমার
বরং দুরন্ত থেকে পেখমযুক্ত হরিণী

কুয়াশা দেখি ধোঁয়াময় অদ্ভুত আঁধার
বাস্তব থেকে এক অচেনা নগরীতে
গুচ্ছময় গোলাপ প্রবাহিত ঝর্ণাধারা
সবুজ বৃক্ষের পলিময় আস্তরণ
পাগল করে ছুটে যাওয়া অদম্য বাতাস
স্মৃতি থেকে বিস্মৃতি
চেনা নগরী থেকে বহুদূরে
অচেনা অন্ধকারে নোঙ্গর ফেলার শব্দ শোনা যায়
হয়ত জাগা হয়নি আর কখনো
সেই সব চির চেনা মানুষের মাঝে…

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.