বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

প্রণয়লিপি // হাসান ওয়াহিদ

আমার অন্ধকার আছে, মাইগ্রেনের ব্যথা
আছে দুই ভ্রুর আশেপাশে
তবু তোমার স্বপ্নে চলে আসি ঘুরে ফিরে।
আয়নায় সেঁটে রেখেছো লাল রঙের টিপ
আছি ওইখানে----
তোমার গোলার্ধে সূর্য অস্ত যায় না
সারা বছর মন্দার ফোটে
তোমার নামটাও ভারী সুন্দর
সব রৌদ্র গুঁজে রাখো খোঁপায়।
মফসসলের মিছিলে আমার মুখ খোঁজো
রিকসাওয়ালাকে দাও খুচরো
নীল অপরাজিতা তুলে রাখো বাটিতে।
ঘাসফুল বুকে নিয়ে ঘুমোয় নগর
পাখিরা বাজায় তালি----
আলো-ঝলমল পালকে মোরগ ঝুঁটির সকালে
ভাবছি কীভাবে তোমার কাছে পৌঁছে দেবো
আমার প্রণয়ের লিপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.