বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

শস্যের সৈকতে // শাহরিয়ার সোহেল

বিবেকের চোখ থেকে রক্ত ঝরেছে কষ্টের
রক্তে ভিজে গেছে ঐশ্বরিক মাটি
মাটিতে উড়িয়ে দিয়েছি জীবন বৃক্ষের পতাকা
পতাকা উড়েছে সক্রোধে পলি ও প্রেমে
কবিতার মৃত অক্ষর অচেনা ঘ্রাণে
অহংকারে মাতাল চীৎকার করে সম্মুখ শেকড়ে
প্রচণ্ড আলোয় অন্ধ চোখের মৌমাছি
অসংখ্য হলুদ চিতা ভীড় জমিয়েছে এক জোড়া ঠোঁটে
হাঁটে পথিক দরোজা খোলা নদীর চৌকাঠে
আগুনের পায়ে বাঁধা হয়েছে ঘুঙুর মালা
কোথায় পালাবে ধ্বংস কামুক উদ্ভিদ বীজে
আমরা গড়েছি মৃত্যুর শিখা শস্যের সৈকতে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.