বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

বোধহীন মৃত গাছ / দীপংকার দাস রতন

বকুল ফুলে কালির ফোঁটা!
বকুলই কি শুভ্রতা হারালো
নাকি ছিটিয়ে দিল কেউ?
নদীতে ঘোলা স্রোত
অালগা পলি মিশে গেল?
নাকি হিংস্র হাঙরের ঝাপটা পেল জল।
সব পাখীর গান কর্কশ লাগে
ওরা কি সুর হারালো
নাকি একটি পাখী বেসুরো গেয়ে উঠেছিল?
বকুল,নদীজল,পাখী
খুঁচিয়েই চলে নিরবধি।
অামি এখন বোধহীন মৃত গাছ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.