বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

বিশ্ব জুড়ে বাংলা সাহিত্যের সম্ভার

পরজীবী জীবন # জেবুন্নেসা জ্যোৎস্না


নিস্তব্ধ নির্জনতায় আজ আর আমরা
ভালবাসার স্বপ্ন বুনিনা।
কপোত - কপোতী’র ঠোঁটে
ফকফকা জোছনায় উৎচ্ছেরিত ওমে
বিনিময় হয়না কোন কথা;
রাতভর নিমগ্নতায়, হাতে হাত রেখে
শুনিনা ঝিঁঝিঁর নিরবিছিন্ন এক গান।।

এখন আমরা অনেক'টা পরজীবী হয়ে গেছি।
সমান্তরাল,- পারস্পরিক সমঝোতায়,
কৌশলী ছত্রাকের ভূমিকায়, হিসেব কষে কষে
একে- অপর'কে শুষে নেবার পাঁয়তারায়
যাচ্ছে দিনকাল বেশ।।

যাক্ তবে!
হোক জীবন শুধু আমার।
বাতাসে ছুটে চলা বিচ্ছুরিত দুরন্ত বীজে-
প্রেমের প্রলেপ মাখি ভ্রাম্যমাণ জলীয় বাস্পস্রোতে-।
জড়িয়ে খড়কুটো তাতে,
ফোটাই না কেন অনিন্দ্য সুন্দর অকির্ড ?
শৈল্পিক নিঃসর্গে যাক ভরে তবে
বেদনাবিহীন নিঃসঙ্গ সময় ।
জীবনের মানে শুধু হোক,
বড়োই ব্যঞ্জনাময়।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.